মন হল জলের নৌকা !! কখনো সুখের পাল তুলে ,, কখনো দুখের স্রোতে ভাসে ..
কখনো স্রোতে চলে ভালবাসার টানে ,, কখনো থেমে যায় অজানা অভিমানে ………..!!
কখনো উচ্ছল হাসিতে ঝলমলে রং ছড়ায়,,, আবার কখনো বিষাদের নিকষ আধারে হারায়…..
প্রাণবন্ত প্রজাপতির মতো ফুলের বুকে মাতোয়ারা”” ভালোবাসা হারিয়ে কখনো
বিমর্ষ ঘর ছাড়া।।!
তোমার চোখে দেখে ছিলাম। অজানা এক নতুন ভাষা। যে ভাষা বুঝতে গিয়ে।জীবন থেকে হারিয়ে গেছে অনেকটা সময় । তুমি আজ নেই।হারিয়ে গেছো নিল আকাশের এক টুকরো মেঘের মত।তুমি ছিলে জীবন চলছিলো সাগরের মত চলোমান। আজ হয়তো আমায় আর তোমার মনে পরে না। ভূলে গেছি বলে ও আজ ও ভুলা হয়ে উটলো না। বুঝতে পারলাম না তোমার চোখের ভাষা।!
ভালবাসা একটি টচ করা পয়সার মত…… যার একদিকে থাকে প্রেম আরএকদিকে থাকে ঘৃণা; যখন কাউকে ভালবাসো তখন পয়সাটি ঘুরতে থাকে… তুমি যখন এই ঘূর্ণন থামাবে তোমার সামনে আসবে – হয় প্রেম , নয়তো ঘৃণা (This rotation will stop when you come in front of you - is love, or hate).
তোমার চোখে দেখে ছিলাম। অজানা এক নতুন ভাষা। যে ভাষা বুঝতে গিয়ে।জীবন থেকে হারিয়ে গেছে অনেকটা সময় । তুমি আজ নেই।হারিয়ে গেছো নিল আকাশের এক টুকরো মেঘের মত।তুমি ছিলে জীবন চলছিলো সাগরের মত চলোমান। আজ হয়তো আমায় আর তোমার মনে পরে না। ভূলে গেছি বলে ও আজ ও ভুলা হয়ে উটলো না। বুঝতে পারলাম না তোমার চোখের ভাষা।!
ভালবাসা একটি টচ করা পয়সার মত…… যার একদিকে থাকে প্রেম আরএকদিকে থাকে ঘৃণা; যখন কাউকে ভালবাসো তখন পয়সাটি ঘুরতে থাকে… তুমি যখন এই ঘূর্ণন থামাবে তোমার সামনে আসবে – হয় প্রেম , নয়তো ঘৃণা (This rotation will stop when you come in front of you - is love, or hate).
♥
No comments:
Post a Comment