ads

Saturday, January 21, 2017

Bujheni Tomake Rekhasi Koto Mayate

বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছ যে কত মায়াতে..!!! বুঝিনি এত টুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে, কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে, মেঘের পরে আলোর ভিড়ে তুমিই প্রথম চেয়েছিলে, বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছ যে কত মায়াতে…. বুঝতে দাও নি কেন আমাকে সাজিয়েছ যা হৃদয়ে, ছায়া হয়ে ছিলে পাশে বল কি করে যাব তোমায় রেখে, মেঘের পরে আলোর ভিড়ে তুমিই প্রথম চেয়েছিলে, বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছ যে কত মায়াতে…!!
আমার কোন কষ্ট নেই| হয়ত এই পৃথিবীতে সবথেকে সুখী আমি| ভালবাসি বলে আমি সুখি(I love happy)
| ভালবাসতে পারি বলে আমার কষ্টগুলো আমাকে ছুঁতে পারেনা| তোকে আবারো বলছি, আমার কোন কষ্ট নেই| আমি জানি, যে হৃদয় ভালবাসতে পারে তার কোন কষ্ট থাকেনা| তুই কাঁদছিস? আমার কথা শুনে তোর চোখে জল? ভেবে ভেবে অবাক হচ্ছি… কেন কাঁদছিস? তুই যে ভালবাসতে পারিসনা তা তো নয়| শুধু তোর ভালবাসার মানুষটা আমি নই| 

No comments:

Post a Comment