সুখ নামের ছোট্র নৌকায়
আমি দুঃখের মাঝি, আমার
কষ্ট ভাগ করতে কেউ
হয়নি রাজী। এই
জীবনে চলতে গিয়ে পাইনি
সুখের দেখা, শান্ত নদীর
মাঝে আমি তাই চলছি
একা। দুঃখ
আছে মনে মনে, কইবো
আমি কার শনে? শোনার
মতো মানুষ নাই, নিজের
কষ্ট নিজেই পাই, যখন
পাবো তার দেখা, বলবো
আমার সব কথা।
দুঃখ নামের স্টেশনে থামলো
জীবন গাড়ী, আজো খুজে
পেলামনা কোথায় সুখের বাড়ি। বিধাতার
কলমে বুঝি ছিলোনা কালি,
সুখ নামেরি জায়গাটা পড়ে
আছে আজো খালি!
কিছু কিছু মানুষ নি:স্বার্থ ভাবে শুধু ভালবাসে যায় (Some people are selfless way is just to love)
। মানুষের উপকার করে যায় । কিছুই আশা করে না তারা । শুধু এটুকুই চায় যে তারা যখন কষ্টে থাকে তাদের পাশে যেন সবাই থাকে । সবাই না থাকলেও তার প্রিয় মানুষটি যেন থাকে । আর তাদের যেন কেউ ভূলে না যায় । কিন্তু সে সময় যখন সে কেউ ই তার পাশে থাকে না । সে অনেক কষ্ট পায় ।কিন্তু তারপর ও সে নি:স্বার্থ ভাবে ভালবেসে যায় । হয়ত এটাই জীবন অথবা এটাই প্বথিবীর নিয়ম
কিছু কিছু মানুষ নি:স্বার্থ ভাবে শুধু ভালবাসে যায় (Some people are selfless way is just to love)
। মানুষের উপকার করে যায় । কিছুই আশা করে না তারা । শুধু এটুকুই চায় যে তারা যখন কষ্টে থাকে তাদের পাশে যেন সবাই থাকে । সবাই না থাকলেও তার প্রিয় মানুষটি যেন থাকে । আর তাদের যেন কেউ ভূলে না যায় । কিন্তু সে সময় যখন সে কেউ ই তার পাশে থাকে না । সে অনেক কষ্ট পায় ।কিন্তু তারপর ও সে নি:স্বার্থ ভাবে ভালবেসে যায় । হয়ত এটাই জীবন অথবা এটাই প্বথিবীর নিয়ম
No comments:
Post a Comment