ads

Thursday, February 23, 2017

Amar Kisu Kotha Silo

আমার কিছু কথা ছিল, 
আমার কিছু কথা ছিল..... তোমায় বলার 
কেবল তোমায় যেই না আমি ঠোট নেড়েছি সেই কথাটা তলিয়ে গেল এসময়ের শব্দ তলায়। 

কিছুই তো আর যায় না শোনা, কার কথা কে বুঝবে বল 
বুঝতে হলে কথার মানে চেনা পথের বাইরে চল..। 
...................................................................... 
.................................................................... 

তবুও কিছু যায় না বলা শব্দ খেলায় কেবল ফাঁকি 
কথার পিঠে কথা সাজাই 
আমরা এখন একলা থাকি 
আমরা এখন একলা থাকি 

তোমার আমার ক্লান্ত দেহ 
শব্দে কথায় ভারাক্রান্ত 
কত কথা বলা......... 
বলতে বলতে চলতে চলতে 
পৌছি গেছি এ কোন প্রান্ত 

হয়তো তুমি পাশেই আছ 
তবু তোমায় ছুঁতে কি পাই 
তোমার বুকে ব্যাথা ছিল, কেমন করে কথা দিয়ে সেই ব্যাথাতে আঙ্গুল বুলাই। 
বলতে হলে নতুন কথা চেনা পথের বাইরে চল। 
অন্ধকারে যায় না দেখা তবুও তুমি হাতরে চল... 
মনরে আমার কিছু কথা ছিল......... 


No comments:

Post a Comment